আওয়ার ইসলাম: বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর চুয়াডাঙ্গার বাসায় হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন অভিযোগ করেছেন দুদুর ছোট ভাই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে চুয়াডাঙ্গা সদর আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দারের সমর্থিত লোকজন ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলসহ এসে বাড়িতে ঢুকে হামলা চালায়। এ সময় তারা আসবাবপত্র ভাঙচুর করে। তার কিছুক্ষণ পর চুয়াডাঙ্গা পৌর মেয়র মুহা. ওবায়দুর রহমান চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা আমাদের বাড়িতে হামলা করে।
এ ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার। এ সময় তিনি শামসুজ্জামান দুদুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আমরা অনুসন্ধান করছি কারা এর সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করার প্রতিবাদে শামসুজ্জামান দুদুকে নিজ এলাকায় অবাঞ্চিত ঘোষণা করা হয়। আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, দুদু প্রধানমন্ত্রীর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। দুদুর বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও তার কুশপুত্তলিকা দাহ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টার দিকে ছাত্রলীগের একটি অংশ শহরের কবরী রোডের আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগ সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।
একই দাবিতে রাত ৯টার পর পরই ছাত্রলীগের অপর একটি পক্ষ মিছিলসহ শহরে বিক্ষোভ প্রদর্শন করে। এর নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহা. জানিফ। দুটি মিছিল থেকেই শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের দাবি জানানো হয়।
-এএ