শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

এবার আফগান গোয়েন্দা দপ্তরে হামলা, নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কালাত নগরীতে বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে। একটি গোয়েন্দা সংস্থার ভবনে বৃহস্পতিবার শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরিত হয় বলে জানান জাবুল প্রদেশের গভর্নর রাহমাতুল্লাহ ইয়ারমাল।

এএফপি’কে তিনি বলেন, “আজ সকালে কালাতে এনডিএস ভবন লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। সেখানে অবস্থিত আঞ্চলিক হাসপাতালও এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।”

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, এই ভবনের পাশে থাকা হাসপাতালের চিকিৎসক ও রোগী হতাহতের মধ্যে রয়েছেন।

তালেবানের মুখপাত্র কারী ইউসুফ আহমাদি এই হামলার দায় স্বীকার করেছেন। তিনি জানান, জাতীয় নিরাপত্তা অধিদপ্তর লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

গ্রীষ্মকালীন যুদ্ধের সমাপ্তি ঘোষণার আগে সহিংসতা জোরদারের অংশ হিসেবে দেশব্যাপী তালেবানের একের পর এক বোমা হামলার ক্ষেত্রে একেবারে সর্বশেষ হচ্ছে লক্ষ্য এই বিস্ফোরণ।

তালেবানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে প্রায় এক বছর ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একের পর এক হামলার রেশ করে চলতি মাসের গোড়ার দিকে তিনি আলোচনা বন্ধের ঘোষণা দেন। তবে ওই হামলার বেশ কয়েকটির দায় স্বীকার করেনি কেউ। আলোচনা বন্ধ ঘোষণার পরপরও বড় ধরনের কয়েকটি হামলা হয়।

সোমবার প্রকাশিত বিবিসি’র তদন্ত প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে আফগানিস্তানে প্রতিদিন গড়ে ৭৪ জন নিহত হয়েছে। মাসটিতে ৬১১টি ঘটনায় দুই হাজার ৩০৭ জনের প্রাণহানি হয়।

সর্বশেষ মঙ্গলবার কাবুলে মার্কিন দূতাবাসের কাছে এক বোমা হামলায় ২২ জন নিহত হন।

 


সম্পর্কিত খবর