বেলায়াত হুসাইন: মুসলমানদের প্রতি ইরানের ষড়য়ন্ত্র পুরনো, হযরত ওমর রা. কে হত্যা করার মাধ্যমে এ ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের বিশিষ্ট ইসলামি স্কলার ড. আয়েজ আল কারনি।
আজ বৃহস্পতিবার টুইটারে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেছেন।
https://twitter.com/Dr_alqarnee/status/1174621607026991105
তিনি আরও বলেন, এরকম হামলা ইরানের জন্য নতুন নয়, প্রত্যেক ষড়যন্ত্র এবং নেপথ্যের খলনায়ক ইরান। তাদের হঠকারিতায় হযরত ওমর রা. কে হত্যা করা হয়েছিল।
উম্মুল মুমিনিন হযরত আয়েশা রা. এর বিরুদ্ধে সন্দেহের বিষবাষ্প ছড়িয়েছে তারাই। শিয়ারা সাহাবায়ে কেরাম রা. এর প্রতি অভিসম্পাতকারী।
‘হে আল্লাহ! তুমি তাদের দম্ভ থামিয়ে দাও, তাদের ষড়যন্ত্র নষ্ট করে দাও এবং তুমি তাদের চক্রান্ত বিভ্রান্ত করে দাও’।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের তেল স্থাপনা আরামকোতে বিমান হামলা চালানো হয়। রিয়াদ শুরু থেকেই এ হামলার জন্য তেহরানকে দায়ী করে আসছে। সূত্র: সিএনএন আরবি।
-এটি