আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কখনো দ্বিপক্ষীয় বৈঠকে বসবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুলস্নাহ আলি খামেনি।
২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে গেলে ওয়াশিংটনের সঙ্গে বহুপক্ষীয় বৈঠকে বসতে পারে তেহরান। মঙ্গলবার এক অনুষ্ঠানে খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক প্রসঙ্গে এ কথা বলেন।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকে বসতে পারেন। সম্ভবত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে এ বৈঠক হবে।
কিন্তু বৈঠকের সম্ভাবনাকে নাকচ করে দিয়ে খামেনি বলেছেন, যেকোনো পর্যায়ের ইরানি কর্মকর্তা কখনোই মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে না এটা ইরানের ওপর চাপ প্রয়োগ করার তাদের নীতির অংশ তাদের সর্বোচ্চ চাপপ্রয়োগ করার নীতি ব্যর্থ হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের আচরণ পরিবর্তন করে এবং পারমাণবিক চুক্তিতে ফিরে যায়, তখন ইরান বহুপক্ষীয় আলোচনায় বসতে পারে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই বলে আসছেন, ইরানের সঙ্গে ছয় জাতির করা চুক্তি ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’। এরপর তিনি ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেন। সূত্র: বিবিসি, রয়টার্স
-এটি