আওয়ার ইসলাম: শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর প্রতিষ্ঠিত নূরানী তা'লীমুল কুরআন বাের্ড বাংলাদেশ-এর অধিনে সারাবছরই নূরানী মু'আল্লিম প্রশিক্ষণ কোর্স হয়ে থাকে।
শিক্ষার্থীদের জন্য ব্যাচভিত্তিক সহিশুদ্ধভাবে কুরআন শিক্ষা, আরবী প্রশিক্ষণ, বাংলা ও ইংরেজী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে নূরানী তা'লীমুল কুরআন বাের্ড বাংলাদেশ।
নূরানী আরবী প্রশিক্ষণ কোর্স
১ম ব্যাচ- ৫ জানুয়ারী হতে ২ মাস। ২য় ব্যাচ (ক) ২ ফেব্রুয়ারী হতে ২ মাস বেলায়েতনগর শাহরাস্তি, চনপুর। ২য় ব্যাচ (খ) ২ মার্চ হতে ২ মাস। ৩য় ব্যাচ ৪ মে হতে ২ মাস। ৪র্থ ব্যাচ ২৯ জুন হতে ২ মাস। ৫ম ব্যাচ ৭ সেপ্টেম্বর হতে ২ মাস। ৬ষ্ঠ ব্যাচ ৩ নভেম্বর হতে ২ মাস।
নুরানী বাংলা ও ইংরেজী প্রশিক্ষণ কোর্স
১ম ব্যাচ, ১৫ জুন হতে ১ মাস। ২য় ব্যাচ, ২১ সেপ্টেম্বর হতে ১ মাস। ৩য় ব্যাচ, ২৮ নভেম্বর হতে ১ মাস।
ভর্তির নিয়মাবলী
বিছানাপত্রসহ ১ দিন পূর্বেই প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকা। প্রশিক্ষণ চলাকালীন ছুটি নেয়া যাবে না। মােবাইল ব্যবহার সম্পূর্ণ নিষেধ। পূর্ণ কুরআনুল কারীম সহীহ-শুদ্ধভাবে তিলাওয়াতে সক্ষম হতে হবে।| এস.এস.সি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। (বাংলা ও ইংরেজী ব্যক্তির ক্ষেত্রে প্রযােজ্য!) আইডি কার্ড জন্ম নিবন্ধন কপি সাথে আনতে হবে।
আরবী ভর্তি ফি: ৭০০০ টাকা। বাংলা ও ইংরেজী ভর্তি ফি: ৫০০০ টাকা
যেভাবে যাবেন- ঢাকার যে কোন স্থান থেকে শ্যামলী বা মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে শিয়া মসজিদ মোড় সংলগ্ন নূরানী তা'লীমুল কুরআন বাের্ড।
উল্লেখ্য, ২০২০ সালের প্রথম ব্যাচ ৫ জানুয়ারী থেকে শুরু হবে।
যোগাযোগ: ২৪/বি, ব্লক-সি, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। ফোনঃ +৮৮০-১৯৭৩-৭১৫৬৭৮ । মোবাইলঃ ০১৭৩৩-৭১৫৬৭৬, ০১৭৬৫-৪৫৫৬৩৬। মেইলঃ [email protected]
আরএম/