আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার ফকিরাপুলে 'ইয়ংমেনস' নামে একটি অবৈধ ক্যাসিনোতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে ১৪২ জনকে আটক করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমান অর্থ ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আক্তারুজ্জামান।
বিষয়টি নিশ্চিত করে সারওয়ার আলম জানান, ইয়াংমেনস ক্লাব নামের এই ক্যাসিনোতে বিকেল ৫টা থেকে অভিযান শুরু হয়। এ পর্যন্ত সেখান থেকে ১৪২ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ। অবৈধভাবে চালানো ওই ক্যাসিনোতে এখনও অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
ক্লাবের কর্মচারীদের দাবি, জুয়ার আড্ডার সাথে জড়িত অনেক রাঘোব বোয়াল। রয়েছে নেপালের নাগরিকের অংশিদারিত্ব। এখানেই শেষ নয়। ভিআইপিদের জন্য আলাদা জুয়ার বোর্ডও রয়েছে। জরুরী মুহুর্তে পালানোর পথও আছে রান্না ঘরের সাথেই।
জানা গেছে, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় ইয়ংমেনস ক্লাবটি। ওই ক্লাবের মালিক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। তার রাজধানীর গুলশান-১ নম্বরের ৫৯ নম্বর সড়কের বাসাও ঘিরে রেখেছে র্যাব।
-এএ