আওয়ার ইসলাম: আর্থিক লেনদেনে ক্রেডিট কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। বাসের টিকিট, প্লেনের টিকিট, বিদ্যুৎ বিল, হোটেল বুকিংসহ অনেক কাজের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়। নিরাপত্তা ও টাকা সঙ্গে রাখার ঝামেলা এড়াতেও ক্রেডিট কার্ডের ব্যবহার।
আসুন জেনে নেই ক্রেডিট কার্ড হারালে বা চুরি হলে কী করবেন?
১. যখনই বুঝতে পারবেন কার্ডটি হারিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই ব্যাংকে জানিয়ে কার্ড লক করে দিন। ফলে এ কার্ড থেকে আর কোনো ধরনের লেনদেন করা যাবে না। এরপর খুঁজে দেখুন কার্ডটি কোথাও আছে কিনা।
২. মোবাইলে অ্যালার্ট দিয়ে রাখুন। ফলে কার্ডে কিছু পে করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই তথ্য চলে আসবে।
৩. কার্ডের পাসওয়ার্ড কোথাও লিখে রাখবেন না। বিশ্বস্ত ছাড়া অন্য কাউকে কার্ড ব্যবহার করতে দেবেন না।
৪. কেনাকাটা করার বিল দেয়ার সময় কাউন্টারের সামনে থাকুন।
৫. কার্ড যদি হ্যাক হয় এটা বোঝার সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষের সাহায্যে পিন নম্বর পরিবর্তন করে নিন।
-এএ