শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

ইসলামের ভ্রাতৃত্বের বন্ধনের কথা স্মরণ করিয়ে দিতে কুরআনের উদ্ধৃতি পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইয়ামেনের উপর সৌদির আক্রমণ ও যুদ্ধ বন্ধ করতে তিনি কুরআনের উদ্ধৃতি তুলে ধরেন।

গত সোমবার (১৬ সেপ্টেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে রাশিয়ান ভাষায় দেয়া বক্তব্যে তিনি এ উদ্ধৃতি দেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান এ সময় উপস্থিত ছিলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মনে করেন, ‘ইয়ামেন ও সৌদির যুদ্ধ বন্ধ ও সংকট নিরসনে উভয় পক্ষেরই আলোচনায় বসা জরুরি। পরস্পরের প্রতি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া জরুরি।

ইসলামের ভ্রাতৃত্বের বন্ধনের কথা স্মরণ করিয়ে দিতে তিনি কুরআনুল কারিমের সুরা আল-ইমরানের ১০৩ নম্বর আয়াত তুলে ধরেন। এ আয়াতে বলা হয়েছে- ‘তোমরা সবাই আল্লাহর রশিকে (ইসলাম ও কুরআনকে) শক্তভাবে আঁকড়ে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ কর। তোমরা পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করালেন। ফলে তোমরা তার অনুগ্রহে পরস্পর ভাই-ভাই হলে গেলে।’

তিনি আরো বলেন, ‘ইয়েমেনে যা হচ্ছে তা মারাত্মক মানবিক বিপর্যয়। উভয় পক্ষের আলোচনায় বসা ছাড়া এ সংকট নিরসনের কোনো সম্ভাবনাই নেই।

তিনি সংঘাতে লিপ্ত ইয়েমেনের উভয়পক্ষের প্রতি আহ্বান জানান যে, তারা যেন সংকট নিরসনে আস্থাভাজন একটি টেবিলে আলোচনায় সম্মত হন।

উল্লেখ্য যে, ২০১৫ সাল থেকে চলছে ইয়েমেনের গৃহযুদ্ধ। সেই থেকেই মরছে সব বয়সের নিরীহ সাধারণ মানুষ। খাদ্যাভাব ও অনাহারে মানবেতর জীবন কাটাচ্ছে লাখ লাখ ইয়েমেনি। এ গৃহযুদ্ধে জড়িত দুটি পক্ষকে সমর্থন ও নেতৃত্ব দিচ্ছে দুটি দেশ। একটি হলো ইরান। আর অন্যটি হলো সৌদি আরব।

সর্বশেষ গত ৩ দিন আগে ইয়েমেনের সৌদি বিরোধী হুথি বিদ্রোহীরা সৌদি আরবের সবচেয়ে বড় তেল স্থাপনায় হামলা চালায়। ফলে সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকেরও নিচে নেমে আসে। আর তা নিয়েই মধ্যপ্রাচ্যে চলছে চরম উত্তেজনা। উভয়পক্ষকে শান্ত করতে ও সংকট নিরসনেই কুরআনের আয়াতের উদ্ধৃতি তুলে ধরেন পুতিন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ