আওয়ার ইসলাম: দেশের কল্যাণ, বিশ্বের মুসলিম উম্মাহর মধ্যে সুদৃঢ় ঐক্য এবং দুনিয়া ও আখিরাতের শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ জমিয়তুল উলামার ময়মনসিংহ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপি ইসলাহি ইজতেমা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় ময়মনসিংহ জামিয়া আশরাফিয়া খাগডহর মাদরাসা মিলনায়তনে ইসলাহী ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শাইখুল হাদীস মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।
মোনাজাতের আগ মূর্হতে ইসলাহি ইজতেমার শেষ বয়ানে মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আমাদের এই ইসলাহি ইজতেমা ও ইসলাহি সফরের একমাত্র উদ্দেশ্য আমরা আল্লাহকে পেতে চাই। আমরা আশা করছি, আল্লাহ আমাদের ইজতেমা কবুল করে নিবেন। আমাদেরকে তাঁর প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নিবেন।
মোনাজাতে দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান হাজারও মুসল্লি। আল্লাহর সন্তুষ্টি লাভ, আত্মশুদ্ধি, গুনাহ মাফ, বালা-মুসিবত থেকে হেফাজত ও রহমত প্রার্থনায় চোখের পানি ফেলেন মুসল্লিরা।
আরএম/