শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ

প্রথাগত যুদ্ধে ভারতের সঙ্গে যুদ্ধে হারবে পাকিস্তান: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রথাগত যুদ্ধে ভারতের কাছে হেরে যেতে পারে তার দেশ। সেক্ষেত্রে পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়তে পারে।

রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে তিনি একথা  বলেন।

ইমরান খান বলেন, দুই পরমাণু শক্তিধর দেশ যখন প্রচলিত যুদ্ধে লড়াই করে তখন সেই যুদ্ধই শেষে গিয়ে পরমাণু যুদ্ধে পরিণত হয়। আল্লাহ যেন না করেন, যদি কেউ প্রচলিত যুদ্ধে হেরে যাওয়ার মুখে এসে দাঁড়ায়, তখন কোনো দেশকে হয় আত্মসমর্পণ করতে হয় অথবা স্বাধীনতার জন্য আমৃত্যু লড়তে হয়।

তিনি আরও বলেন, আমি জানি, স্বাধীনতার জন্য পাকিস্তান মৃত্যু পর্যন্ত লড়াই করবে। আর যখন পরমাণু শক্তিধর দেশ এই লড়াই করে তখন তা ভয়ংকর হয়। সেজন্যই আমরা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে যাচ্ছি।

এছাড়া ইমরান খান জানিয়েছেন, যুদ্ধ এড়ানোর জন্য তাই পাকিস্তান জাতিসংঘের দিকে অগ্রসর হচ্ছে। সেইসঙ্গে কাশ্মীরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সুরাহার জন্য আন্তর্জাতিক মহলের দিকে দৃষ্টি দিচ্ছে।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় বিজেপি শাসিত ভারত সরকার। এরপর থেকে ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানীতে ঠেকেছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস ও আল-জাজিরা।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ