আওয়ার ইসলাম: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মন্তব্যের জেরে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীরা এক জরুরি বৈঠকে বসেছেন।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) জেদ্দায় তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার নেতানিয়াহু একটি নির্বাচনী সমাবেশ চলাকালীন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আগামী ১৭ সেপ্টেম্বরের সাধারণ নির্বাচন যদি তিনি জিতেন তবে তিনি মৃত সাগর এবং জর্ডান উপত্যকার উত্তরে- পশ্চিম তীরের দখলকৃত জমির কিছু অংশ সংযুক্ত করবেন।
ওআইসি'র বৈঠককালে তার এই বক্তব্যে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকি বলেছিলেন: নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণাই শান্তির প্রচেষ্টাকে ক্ষুন্ন করেছে এবং আঞ্চলিক ও বিশ্ব স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।
ওআইসির সেক্রেটারি জেনারেল ইউসুফ আল-ওথাইমেন তার উদ্বোধনী ভাষণে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ইসরায়েলকে দায়বদ্ধ করার ব্যবস্থা স্থাপনের আহ্বান জানান।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আব্দুলাজিজ আল-আসফ বলেছেন, ইসরায়েলের এই পরিকল্পনা ‘বাতিল এবং বাতিল’। নেতানিয়াহু ঘোষণার ফলে মুসলিম দেশ এবং অন্যান্য অনেক দেশ থেকে নিন্দা জানানো হয়েছিল। সূত্র: আনাদলু এজেন্সি
-এটি