আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের একটি শিল্প কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অর্ধশতাধিক টিয়ার শেল ও ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।
আজ রোববার সকাল ১০টায় বেতন-ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটিসহ নানা দাবিতে কাঁচপুরে সিনহা ওপেক্স গ্রুপর কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে। এসময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে এ সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১২টার দিকে শ্রমিকদের শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
জানা গেছে, কাঁচপুর শিল্পাঞ্চল এলাকায় ওপেক্স গ্রুপের সিনহা গার্মেন্টেসের শ্রমিকরা সকালে কারখানা এলাকায় জড়ো হতে থাকেন। তারা বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন।
এসময় শ্রমিকরা লাঠিসোটা হাতে নিয়ে কারখানার প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে নিরাপত্তাকর্মী ও পুলিশ বাধা দেয়।
বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, সিনহা গার্মেন্টেসে অনেক নারী শ্রমিক কাজ করেন। তাদের জন্য মাতৃত্বকালীন ছুটি, ছুটিকালীন সময়ে ভাতা প্রদান, মাসিক বেতন প্রতি মাসের ৮ তারিখের মধ্যে পরিশোধ ও ভাতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে দাবি করা হলেও কারখানা কর্তৃপক্ষ তা মেনে নিচ্ছেন না। মাতৃত্বকালীন ছুটি দাবি করায় অনেক নারী শ্রমিককে কারখানা থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকরা তাদের কাজ বর্জন করে বিক্ষোভ মিছিল বের করেন। এর আগেও গত শনিবার সকালে শ্রমিকরা একই দাবিতে বিক্ষোভ করে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে কারখানা ছুটি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিনহা গার্মেন্টেসের সুইং অপারেটক সালমা বেগম জানান, দীর্ঘদিন ধরে মাতৃত্বকালীন ছুটির জন্য কর্তৃপক্ষের কাছে শ্রমিকরা দাবি করে আসছেন। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি করায় অনেক শ্রমিককে কারখানা থেকে বহিষ্কার করা হয়েছে। ওপেক্স গ্রুপের সিনহা গার্মেন্টে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, কাঁচপুরের সিনহা গার্মেন্টসে শ্রমিক অসন্তোষের খবর পেয়ে ইন্ডাস্ট্রিজ পুলিশ ও তার নেতৃত্বে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের মহাসড়কে অবস্থান নিতে বাঁধা দেওয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
তিনি আরও জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
-এটি