আওয়ার ইসলাম: বাংলাদেশ এরই মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে শতকরা আট ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে।
আগামী বছর ৮ দশমিক দুই পাঁচ প্রবৃদ্ধি দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে এগারোটায় দুবাইয়ের কনরাড হোটেলে বাংলাদেশ ইকোনমিক ফোরামের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।
সালমান এফ রহমান আরো বলেন, বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অচিরেই কমে আসবে। এ সময় তিনি বাংলাদেশের কৃষিখাতের অগ্রগতি তুলে ধরেন।
তিনি বলেন, সব সময় চীন, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বড় ধরনের বিনিয়োগ দেখে এসেছি আমরা। আরব আমিরাত ও সৌদি আরবের বিনিয়োগকারীদেরও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এ সম্মেলন থেকে বাংলাদেশে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিতে পারেন প্রবাসী ব্যবসায়ীরা।
-এটি