আওয়ার ইসলাম: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পঁচাত্তরের পর যারা ইতিহাস বিকৃত করেছিল, তারা আজ টিকে নেই। ইতিহাস বিকৃতকারীরা হারিয়ে যায়।
শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরল পাইলট স্কুল মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তরুণ প্রজন্মকে ইতিহাস জানার তাগিদ দিয়ে তিনি বলেন, এখন সমগ্র বিশ্ব বঙ্গবন্ধুকে অনুসরণ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ দেশের সীমানা পেরিয়ে বিশ্ববন্ধু হিসেবে স্বীকৃত। এটাই ইতিহাসের শিক্ষা।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার সরকার দেশ পরিচালনায় আছে বলেই দেশ আজ খেলাধুলাসহ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
নতুন প্রজন্মকে খেলা-ধুলায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় তিনি আরও বলেন, আজকের তরুণরাই আগামীতে বাংলাদেশের হাল ধরবে। সকল ক্ষেত্রে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের খেলাধুলায় উদ্বুদ্ধ হতে হবে। ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে তরুণদের সামনে আসতে হবে।
-এএ