আওয়ার ইসলাম: ফিলিস্তিন সমস্যার সমাধানকে মধ্যপ্রাচ্যে শান্তির পূর্বশর্ত বলে উল্লেখ করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন। খবর পার্সটুডের।
থানি লেখেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু এবং ফিলিস্তিন সমস্যার সমাধান না হলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। আন্তর্জাতিক আইন মেনে ফিলিস্তিন ইস্যুর একটি টেকসই ও ন্যায়সঙ্গত সমাধান করতে হবে। তবেই মধ্যপ্রাচ্যে শান্তি আসবে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে কাতারের অবস্থান স্থিতিশীল এবং কাতার বিশ্বের অন্য মুসলিম দেশগুলোর মতো ফিলিস্তিন ইস্যুকে অত্যন্ত গুরুত্ব দেয়। ফিলিস্তিন ইস্যুতে কাতার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।
সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত মুসিলম অঞ্চল হলেও ফিলিস্তিনের পরিবর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কাতার একই অঞ্চলের হয়েও হাঁটছে বিপরীত পথে।
আরএম/