আওয়ার ইসলাম: পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যারা ইরাকের মসুল শহরে অবস্থিত বিখ্যাত আল-নূরী মসজিদের নাম জানেন না।
কিন্তু দঃখের বিষয়, এ বিখ্যাত স্থাপনাটি ২০১৭ সালে উড়িয়ে দিয়েছিল আইএস বাহিনী। এক বিবৃতিতে ইউনেস্কো মসজিদটি পুনর্নির্মাণের করার ঘোষনা দিয়েছে। আগামী বছরের শুরুর দিকেই শুরু হবে কাজ।
এ বিষয়ে আলোচনার জন্য প্যারিসে ইউনেস্কোর মহাপরিচালক অদ্রি আজৌলে ইরাকের সংস্কৃতি মন্ত্রী আবদুলামির আল-দাফার হামদানি ও মসুলের গভর্নর মনসুর আল-মারিদ’র সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের ইউনেস্কোর মহাপরিচালক বলেন, ২০২০ সালের শুরুর দিকে মসুলের এ বিখ্যাত মসজিদের পুনর্নির্মাণের কাজ শুরু করার ব্যাপারে আমরা একমত হয়েছি।
তিনি বলেন, মসুলকে একটি প্রতীক হিসেবে মনোনীত করেছে ইউনেস্কো। অতীতে এটি একটি বৈচিত্র্যময় শহর ছিল, যেখানে সকল মানুষ একত্রে সুখে শান্তিতে বসবাস করত।
উল্লেখ্য, ‘দ্যা গ্রেট মস্ক অফ আল-নূরী’ হিসেবে পরিচিত এ মসজিদটি একটি প্রাচীন স্থাপনা।
-এটি