শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেণ স্ট্রোক, রাতে ইন্তেকাল ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে হুমায়ুন কবীর (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবীর রাওনা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। আহতদের উদ্ধার করে ঢাকায় পঙ্গু হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, নিহতের বড়ভাই লিটন মিয়া (৫০), ছোটভাই জর্জ মিয়া (২৫), মা রাহেলা খাতুন (৬৮), প্রতিপক্ষ গ্রুপের আশরাফুল (৩৩) ও শরীফুল (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাওনা ইউনিয়নের নামাপাড়া গ্রামের আশরাফুল, শরীফুল ও নয়ন মিয়ার সঙ্গে রাওনা পূর্বপাড়া গ্রামের নিহত হুমায়ুন কবীর ও তার ছোটভাই জর্জ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বিরোধের জের ধরে বুধবার রাতে আশরাফুল, শরীফুল ও নয়ন মিয়াসহ ১০-১২ জন হুমায়ুন কবীরের বাড়িতে হামলা চালান। এ সময় হামলাকারীরা বৃদ্ধা রাহেলা খাতুনকে পিটিয়ে আহত করেন।

পরে হামলাকারীরা স্থানীয় ধোপাঘাট বাজারে এসে ইসমাইল হোসেনের চা স্টল ভাঙচুর করেন। খবর পেয়ে হুমায়ুন কবীর ও জর্জ মিয়া সংগঠিত হয়ে বাজারে অবস্থান নেন। কিছুক্ষণ পর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে পৌঁছায়। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ