আওয়ার ইসলাম: শিশুদের জন্য ক্ষতিকর প্লাস্টিকের খেলনার উৎপাদন, আমদানি ও বাজারজাত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
বুধবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাম্মী আক্তারের পক্ষে অ্যাডভোকেট মুহা. জে আর খান রবিন এ নোটিশ পাঠিয়েছেন।
স্বাস্থ্য, স্বরাষ্ট্র, আইন, বাণিজ্য ও শিল্পসচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকসহ ১১ জনকে ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, প্লাস্টিকের খেলনা মূলত হালকা ও ভারী প্লাস্টিক দিয়ে তৈরি। প্লাস্টিকে অনেক ধরনের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে। তাছাড়া প্লাস্টিকের খেলনাকে আকর্ষণীয় করতে নানারকম ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়।
শিশুরা এসব খেলনা হাতে নেয় এবং মুখেও দিয়ে থাকে। এতে প্লাস্টিকের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ শিশুর শরীরে ছড়িয়ে পড়ে এবং ক্যানসারসহ নানা দুরারোগ্য রোগের সৃষ্টি করে। পৃথিবীর অনেক দেশে নিরাপদ প্লাস্টিকের খেলনার নীতিমালা থাকলেও বাংলাদেশে এ নিয়ে কোনো নীতিমালা নেই।
-এএ