শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব

রংপুর উপনির্বাচন : ৭ জনের মনোনয়নপত্র চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর সদর-৩ আসনের উপনির্বাচনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ হওয়ায় সাতজনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় ও রিটার্নিং অফিসারের মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্টরা দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করেন।

এ সময় ঋণ খেলাপির অভিযোগে মো. কাওছার জামান ও বিধি অনুযায়ী হলফ নামা দাখিল না করাসহ নানা কারণে মো. একরামুল হকের মনোনয়নপত্র অবৈধ বলে বাতিল করেছে নির্বাচন সংশ্লিষ্টরা। ফলে এই আসনের উপনির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা সাতজন।

যাচাই বাছাই শেষে রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন জানান, আপাতত বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের মো. রেজাউল করিম রাজু, বিএনপি সমর্থিত প্রার্থী রিটা রহমান ও জাতীয় পার্টির রাহগির আলমাহি এরশাদ, স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার, এনপিপি শফিউল আলম, গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ এবং খেলাফত মজলিসের তৌহিদুল রহমান মন্ডল এই সাতজনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

ঋণ খেলাপি এবং বিধি অনুযায়ী মনোনয়ন দাখিল না করাসহ নানা কারণে স্বতন্ত্র প্রার্থী বিএনপির মহানগর সিনিয়র সহসভাপতি কাওসার জাসান বাবলা ও বাংলাদেশ কংগ্রেস পার্টির একরামুল হকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। তবে পরবর্তী তিন দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন বলে জানান আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা।

আগামী ১৬ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার ও ১৭ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং ৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ