শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু

দেশেই ডেঙ্গু নির্ণয়ের কিট তৈরির প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে দেশেই ডেঙ্গু নির্ণয়ের কিট তৈরির প্রক্রিয়া চলছে।

বুধবার বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, অল্প খরচে সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসার নির্দেশ দেয়া হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগানো হবে বলেও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, বেসরকারি হাসপাতালে নির্ধারিত মূল্যে ডেঙ্গু পরীক্ষা নিশ্চিত করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান এ নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ৩ আগস্ট পর্যন্ত আমরা ১ লাখ ৫৭ হাজার এনএসআই, এনএসওয়ান এবং কম্বো কিটসহ মোট ৩ লাখ ৬৮ হাজার ২০০ ডেঙ্গু রোগ শনাক্তকরণ কিট আমদানি করেছি। ৬ আগস্ট বিদেশ থেকে কাঁচামাল এনে দেশে কিট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে প্রতিদিন প্রায় ৩৫ হাজার কিট সরবরাহ করা সম্ভব হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এডিস মশা মারার ওষুধ কেন কাজ করেনি এবং কার গাফিলতি রয়েছে তা বের করতে তদন্ত চলছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে সচেতনতামূলক নানা কর্মসূচি নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ