আওয়ার ইসলাম: বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের জোর করে মিয়ানমারে ফেরত পাঠানো হবে না বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের তাগিদেই রোহিঙ্গাদের মিয়ানমার ফিরে যাওয়া উচিত। তিনি মন্তব্য করেন, রাখাইনে রোহিঙ্গাদের জন্য সহায়ক পরিবেশ না থাকায় কেউ ফিরতে চাইছেন না।
এ ব্যর্থতার দায় নিতে হবে মিয়ানমারকেই। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে আরো আন্তরিক হওয়ার তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী।
-এটি