আওয়ার ইসলাম: সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের শেষ মুহূর্তের রেকর্ড করা অডিওর অনুলিপি প্রকাশ করা হয়েছে।
ওই হত্যাকাণ্ডের আগ মুহূর্তে খাশোগি ও কিলিং স্কোয়াডের সদস্যদের মধ্যে বিস্তারিত কথোপকথনের অনুলিপি প্রকাশ করেছে তুর্কি দৈনিক সাবাহ।
তাতে বলা হয়, সৌদি দূতাবাসে প্রবেশের পর খাশোগিকে রিয়াদে ফিরে যেতে বলে কিলিং স্কোয়াডের সদস্যরা। এ বিষয়ে ইন্টারপোলের নির্দেশ আছে বলে জানায় তারা।
সেইসাথে ছেলেকে ক্ষুদেবার্তা পাঠাতেও নির্দেশ দেয় কিলিং স্কোয়াড। এসবে রাজি না হওয়ায় খাশোগির ওপর চেতনানাশক ওষুধ প্রয়োগ করে সৌদি কর্মকর্তারা।
জ্ঞান হারানোর আগে খাশোগি শেষবারের মতো বলেছিলেন, তার অ্যাজমা আছে, তাকে যেন শ্বাসরোধ না করা হয়।
২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে হত্যা করা হয় সাংবাদিক জামাল খাশোগিকে। এরজন্য সৌদি যুবরাজকে দায়ি করা হলেও তা অস্বীকার করে আসছে রাজপরিবার।
-এটি