আওয়ার ইসলাম: সৌদি আরবের সহায়তায় লেবাননে ২ হাজার পরিবারকে বিনামূল্যে রুটি বিতরণের নতুন কর্মসূচি চালু করা হয়েছে।
আল-আরাবিয়া ডটনেটের বরাতে জানা যায়, সৌদি আরবের কিং সালমান রিলিফ সেন্টারের আওতায় ‘হোপ ব্রেড প্রোগ্রাম’ চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় লেবাননের প্রায় ২ হাজার সিরিয়ান, ফিলিস্তিনি ও লেবাননের পরিবারগুলিতে প্রায় ৪০০০ রুটি বিনামূল্যে বিতরণ করা হবে।
সম্প্রতি, বৈরুতে সৌদি ভিত্তিক সৌদি রাষ্ট্রদূত ওয়ালিদ আল-বাখরি বিনামূল্যে রুটি কেন্দ্র উদ্বোধন করেছেন।
তিনি আরও বলেন, সৌদি বাদশা শাহ সালমান সেন্টার ফর রিলিফ অ্যান্ড হিউম্যানিস্টি এর উদ্যোগে শীঘ্রই একটি স্বাস্থ্যকেন্দ্রও চালু করা হবে।
লেবাননের শাহ সালমান সেন্টার ফর রিলিফ অ্যান্ড হিউম্যানিস্টি এর পরিচালক ফাহাদ আল-কানাস আল আরবিয়া ডটকমকে বলেছেন, বেকারিটি ধারাবাহিকতা তার সাফল্যের উপর নির্ভর করবে। যদি সংশ্লিষ্ট ব্যক্তিরা এটি থেকে উপকৃত হন তবে তা বন্ধ হবে না। দেশ থেকে দেশান্তরে এর সেবা পৌছে যাবে।
তিনি আরো বলেন, এ কেন্দ্রটি বছরের পর বছর ধরে লেবাননের নাগরিক ও শরণার্থী পরিবারগুলিকে আঞ্চলিক বৈষম্য থেকে রক্ষা করে সহায়তা প্রদান করে আসছে।
তিনি বলেন, দরিদ্র পরিবারগুলিকে সেবা দেয়ার জন্য আমাদের একটি উন্মুক্ত বাজেট রয়েছে। ডায়ালাইসিস হাসপাতালটি নির্মাণের পাশাপাশি আমরা খাদ্য বিতরণ, শিক্ষা ও চিকিত্সা সহায়তার মতো অসংখ্য কাজ করেছি সামনে করবো। আমরা প্রত্যন্ত গ্রাম ও অঞ্চলে হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিসেবা দেয়ারও চিন্তা করেছি।
আল-আরাবিয়া ডটনেট থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
-এটি