আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি আলোচনাকে মৃত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নতুন করে আলোচনায় বসতেও কোন আগ্রহ নেই বলে জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি এ নিয়ে আর আলোচনা করতে চান না। ১৮ বছর ধরে চলমান আফগান যুদ্ধের অবসানে তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের এই আলোচনা শুরু হয়। শান্তিচুক্তির একটি খসড়া স্বাক্ষরিত হলেও সেই আলোচনাকে এখন অকার্যকর বলছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট শান্তি আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোর পর, তালেবান জানিয়েছে এতে যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতিগ্রস্ত হবে।
সম্প্রতি কাবুলে তালেবান হামলায় এক মার্কিন সেনা নিহতের জেরে শান্তিচুক্তি বাতিলের ঘোষণা দিয়ে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে অস্বীকৃতি জানান ট্রাম্প।
-এটি