আওয়ার ইসলাম: অল্পের জন্য বজ্রপাতের হাত থেকে রক্ষা পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল বিমান ‘এয়ার ফোর্স ওয়ান প্লেন’।
গতকাল সোমবার রাতে নর্থ ক্যারোলাইনার চেরি পয়েন্টের মেরিন এয়ার স্টেশনে বিমানটি অপেক্ষমান ছিলো। এই সময় বিমানটির পাশেই ভয়াবহ এক বজ্রপাত আছড়ে পড়ে।
সাথে সাথে ওই বজ্রপাতের ছবি স্টিল ক্যামেরায় ধরা পড়ে। এরপর ওই ছবি নিয়ে একটি টুইটও করেন ট্রাম্প। ছবির সাথে মন্তব্য করেন- 'দিস ইস অ্যামাজিং'।
ট্রাম্পের ওই টুইট নিয়ে টুইটারে বেশ ব্যঙ্গ চলছে। একজন রিটুইট করেছেন, 'স্বয়ং ঈশ্বরও ট্রাম্পের বিমানে বজ্রপাত মিস করেছেন।'
আরেকজন লিখেছেন, যখন ঈশ্বর তোমাকে কিছু বলতে চায়, আর তুমি শোন না...'
ঝড়ের কারণে চেরি পয়েন্টের রানওয়েতে বিমানটিকে দাঁড় করিয়ে বেশ অনেকক্ষণ বিমানের বাইরে গিয়ে অপেক্ষা করতে হয়েছে ট্রাম্পকে। শেষপর্যন্ত এই ঝড়ের কবলে পড়েই সফর পরিকল্পনায় পরিবর্তন আনতে হয় মার্কিন প্রেসিডেন্টকে।
-এটি