শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


ছাত্রলীগের কমিটি ভাঙার সিদ্ধান্ত দেননি প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রলীগের কমিটি ভেঙে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন—গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী কোন সিদ্ধান্ত দেননি।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা জানান। এর আগে সেতুমন্ত্রী নিজ দফতরে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ছাত্রলীগের কমিটিকে ভেঙে দিতে বলেছেন কি বলেন নাই, সে বিষয়ে আমি কিছু বলব না। ছাত্রলীগের নানা কর্মকাণ্ডে আওয়ামী লীগ ক্ষুব্ধ। তাদের ভালো সংবাদের শিরোনাম হতে আহ্বান জানিয়েছি। ছাত্রলীগের কর্মকাণ্ডকে শোধরানোর জন্য নির্দেশও দেওয়া হয়েছে। তবে গতকাল রাতে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত হয়নি।

জাতীয় পার্টির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি যাকেই বিরোধী দলীয় নেতা মনোনীত করবে তাকেই সরকার মেনে নেবে। এটা তাদের দলীয় বিষয়।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ