আওয়ার ইসলাম: সবচেয়ে প্রশান্তির জায়গা ঘর। সাজানো পরিপাটি ঘর মানুষের রুচি ও মনের পরিচয় বহন করে। ঘর সাজাতে যত কৃত্রিম উপাদান কমাবেন ততই ভালো।
নারকেলের মালায় ছোট্ট একটা পুদিনা গাছ হতে পারে আপনার ঘরের প্রধান সৌন্দর্যবর্ধনকারী। কিংবা শুকনো বাঁশের ফুলদানিতে উঠিয়ে দিতে পারেন চিরতার লতা। আসুন জেনে নিন কোন কোন প্রয়োজনীয় গাছ দিয়ে সাজিয়ে ফেলতে পারেন ঘর।
ঘৃতকুমারী ভীষণ উপকারী একটি গাছ, ত্বকের যত্ন আর পেটের যত্নে ভীষণ উপকারী গাছ। ছোট্ট একটা মাটির টবে অল্প একটু মাটিতেই বেড়ে উঠতে পারে এই গাছ। তাই বসার ঘরের এক কোনে এ টব যেমন সবুজের সস্তি এনে দেবে তেমনি উপকারের তালিকাটাও লম্বা হবে।
বাজার থেকে গোড়া সহ কিনে আনা পুদিনাটার গোড়া কেটে না ফেলে তিনদিন পানিতে ভিজিয়ে রাখুন। শেকড় গজিয়ে পাতা ছাড়লেই টবে মাটিতে দিয়ে দিন, রান্না ঘরে, ফ্রিজের পাশে, জানালার কার্ণিশে আয়েশে জায়গা করে নেবে গাছটি। পুদিনা যেমন ঘরের সৌন্দর্য বাড়াবে তেমনি মিন্ট লেমোনেড, পুদিনা চা খেতে কোনো অসুবিধা হবে না।
তুলশি গাছ লাগিয়ে দিতে পারেন বারান্দায়। সর্দি-কাশি হলে তো কথাই নাই, ঘরকে মশা থেকেও দূরে রাখে এই গাছ।
রজনীগন্ধার মতো চিরল চিরল ঘাসপাতা ছাওয়া একটি টব নিশ্চয় আপনার খারাপ লাগবে না? তাহলে বাড়িতে লাগিয়ে নিন লেমন গ্রাস। স্যুপের ফ্লেভার আনার দায়িত্বটা সেই গাছের পাতাই নেবে অন্যদিকে বাড়িকেও সুগন্ধময় করে তুলবে।
-এএ