শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


কাশ্মীর ইস্যুতে অবশেষে মুখ খুললো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

অধিকৃত কাশ্মীরে ব্যাপক গ্রেপ্তার ও নির্যাতন নিয়ে অবশেষে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি দাবিও করেছে ভারত দখলকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘণ করছে।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মরগান আর্টিগাস আজ রোববার এক বিবৃতিতে বলেছেন, অধিকৃত কাশ্মীরে ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের গণ গ্রেপ্তার ও কাশ্মীরিদের উপর চাপানো নিষেধাজ্ঞাগুলি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

তিনি আরো বলেন, আমরা অধিকৃত কাশ্মীরে ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করার বিষয়েও উদ্বিগ্ন। নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব কাশ্মীরকে নিরাপদ ঘোষণা করুন।

উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিলের পর থেকে কার্যত থমথমে জম্মু-কাশ্মীর। ৩৭০ ধারা বাতিল ঘিরে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে জম্মু-কাশ্মীরকে। মোবাইল-ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়।

বিভিন্ন এলাকায় কার্ফু জারি করা হয়। মেহবুবা মুফতি, ওমর আবদুল্লার মতো সে রাজ্যের শীর্ষ রাজনৈতিক নেতাদের ‘বন্দি’ করে রাখা হয়েছে। ৩৭০ ধারা বাতিল নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে সরব হয়েছে কংগ্রেস-সহ কয়েকটি বিরোধী দল।

সূত্র: ডেইল পাকিস্তান

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ