শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


কানাডায় আঘাত হেনেছে 'ডোরিয়ান'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডায় আঘাত হেনেছে হ্যারিকেন 'ডোরিয়ান'। প্রবল মৌসুমী বৃষ্টিপাতসহ এ ঝড়ে গাছপালা উপড়ে পড়েছে।

শনিবার রাতে কানাডার হ্যালিফ্যাক্সের দক্ষিণে ঘণ্টায় ১০০ মাইল বেগে স্থলভাগে আঘাত হেনেছে।

প্রবল এ ঝড়ে কানাডার আটলান্টিক নৌ ঘাটির এই বন্দর নগরীর কাছে উপকূলে ৬৫ ফুট (২০ মিটার) ঢেউ আছড়ে পড়ছে। বাহামাসে এ ঝড়ের তাণ্ডবের পরে এটি যুক্তরাষ্ট্র উপকূল থেকে উত্তর দিকে এগিয়ে যায়। কানাডায় এটি ক্যাটাগরি ২ হ্যারিকেনের শক্তিতে স্থলভাগে আছড়ে পড়ে।

ইতোমধ্যেই ঝড়ের প্রভাবে ১০০ মিলিমিটারের (৪ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে, রোববার সকাল নাগাদ এই বৃষ্টিপাত দ্বিগুণ দাঁড়াবে। কানাডিয়ান হ্যারিকেন সেন্টারের কর্মকর্তারা এ কথা জানান। ঝড়ের আঘাতে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হওয়ায় ৪৫০,০০০ ঘরবাড়ি বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ