শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


আগুন নিয়ে খেলবেন না: শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, প্রশাসনের ভাইদের অনুরোধ করবো নারায়াণগঞ্জে শুদ্ধি অভিযান চালান। নারায়ণগঞ্জ আওয়ামী লীগ মানেই আগুন নিয়ে খেলা। সুতরাং আগুন নিয়ে খেলবেন না। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জিয়া পারেনি, এরশাদ পারেনি, খালেদা জিয়া পারেনি, আর কেউ পারবেও না। চেষ্টা করবেন না, কর্মীদের ওপর আঘাত আসলে যেই হোক, ছাড় নেই।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় সলিমুল্লাহ সড়কে ‘রুখে দাঁড়াও স্বাধীনতাবিরোধী সব অপশক্তির বিরুদ্ধে’ ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, আজকের সমাবেশ অন্য কোনো সাবজেক্ট নয়। গত কোরবানির ঈদে মাংস বিতরণের নামে একটি এনজিও রোহিঙ্গাদের মধ্যে অস্ত্র বিতরণ করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা নামে এক নারী অনেক কিছু বলে এসেছে। ড. কামাল, মির্জা ফখরুলরা বিদেশিদের সঙ্গে মিটিং করছেন। মনে রাখতে হবে, শুধু দেশে নয়, বিদেশেও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এটা যখন শুনলাম, তখনই এ সভার প্রস্তুতি নিলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে ডাকেন, তাহলে আবারও একাত্তরের মতো মাঠে নামতে হবে। দেশের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী শক্তি যদি কোনো রকম ষড়যন্ত্র করে তাহলে আমরা চাইলে নারায়ণগঞ্জকে অবরুদ্ধ করে দিতে পারি। ঢাকা-নারায়ণগঞ্জ-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক বন্ধ করে দিতে পারি। সুতরাং আমাদের সঙ্গে খেলবেন না।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ