আওয়ার ইসলাম: যশোরের শার্শায় গণধর্ষণের মামলা থেকে পুলিশের ভয়ে এসআই খায়রুলের নাম প্রত্যাহার করেছেন বলে দাবি নির্যাতিতা গৃহবধূর। তবে বিষয়টি অস্বীকার করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।
শুক্রবার সকালে (৬ সেপ্টেম্বর) নিজ বাড়িতে নির্যাতিতা সাংবাদিকদের জানান, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা প্রায়ই নির্যাতিতার বাড়ি গিয়ে টাকা নিতেন। আতঙ্ক থেকেই খায়রুলের নাম মামলা থেকে বাদ দিতে বাধ্য হন তিনি।
তবে বিষয়টি অস্বীকার করে পুলিশ জানায়, কয়েক দফা খায়রুলকে উপস্থিত করা হলেও নির্যাতিতা নিজেই নাম বাতিল করে দেয়।
এদিকে বেলা ১১টায় বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় নেতারা ঐ নারীর বাড়ি গিয়ে তার সাথে কথা বলেন। এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।
আরএম/