শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

দেশে ফিরেছেন ৮৬ হাজার ৪৩৮ জন হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র হজ পালন শেষে শুক্রবার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত ২৪৩টি ফিরতি হজ ফ্লাইটে ৮৬ হাজার ৪৩৮ জন হাজি দেশে ফিরেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১৭টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১২৬টি ফিরতি হজ ফ্লাইটে এই হাজিরা দেশে ফিরেছেন বলে হজ অফিস সূত্রে জানা যায়।

ঢাকা হজ অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত সৌদি আরবে গমণকারী মোট হাজিদের মধ্যে ৬৮% হাজি সুষ্ঠুভাবে দেশে প্রত্যাবর্তন করেছেন। ২৯% হাজি বর্তমানে মদিনায় অবস্থান করছেন। বাকি হাজিগণ মক্কায় অবস্থান করছেন।

এ বছর বাংলাদেশ থেকে হজ গমণকারী মোট হাজিদের মধ্যে ৪০% হলেন ব্যবসায়ী হাজি, ৩৪% হলেন গৃহণী হাজি, ৯% হলেন চাকরিজীবী হাজি, ৬% ছিলেন কৃষক হাজি ও ১১% হলেন অন্যান্য পেশার হাজি। এ বছর বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৩৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (সরকারি ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরব গিয়েছেন।

গত ১০ আগস্ট পবিত্র হজ পালন শেষে ১৭ আগস্ট থেকে হাজিরা দেশে ফিরতে শুরু করেন। শেষ ফিরতি হজ ফ্লাইট আগামী ১৫ সেপ্টেম্বর। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৪০০ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এ বছর ১৭ জন মহিলাসহ সর্বমোট ১১২ জন হজ যাত্রী সৌদি আরবে ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ১০০জন, মদিনায় ১১ জন ও জেদ্দায় ১ জন হজযাত্রী ইন্তেকাল করেন বলে হজ অফিস সূত্রে জানা যায়।

সূত্র: বাসস

আরএম/


সম্পর্কিত খবর