শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

আওরঙ্গবাদে ইমামের উপর হামলা, রাজস্থানে কাশ্মীরিকে পিটিয়ে আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিহারের আওরঙ্গবাদ জেলার অন্তর্গত ১ নম্বর বরাতপুর মহল্লার ইমামকে কয়েকজন দুস্কৃতকারী মারধর করে জখম করে।

বিশ্বস্ত সূত্রমতে, ইমামের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে, তিনি এ এলাকায় দশ বছর ধরে নামাজ পড়াচ্ছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, আজ শুক্রবার দোকানে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তাকে লাথি মারতে শুরু করে। বুকের উপর পা রেখে আঘাত করতে থাকে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত করে।

এরই মধ্যে ইজাজ খান নামের একটি ছেলে এ পথ দিয়ে যাচ্ছিল। সে তার এলাকার ইমামকে মারতে দেখে তাকে বাঁচানোর চেষ্টা করলে সেও আহত হয়। খবরে বলা হয়েছে, ইজাজ খানের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তিন হিন্দু সন্ত্রাসীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে।

এদিকে রাজস্থানের আলওয়ারে আরেক মুসলিম যুবককে পিটিয়ে আহত করেছে জনতা। যদিও পুলিশ ঘটনাস্থলে এসে যুবকটিকে অত্যাচারী জনতার হাত থেকে উদ্ধার করেছে।

তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তার বাড়ী কাশ্মীরে। উপস্থিত জনতা তাকে পিটানোর ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে যায়।

নিমরানা একজন কলেজ ছাত্র, পুলিশ এ বিষয়ে তার সহপাঠিদের জিজ্ঞাসাবাদ করছে, পুলিশ বলছে যুবকের কাছ থেকে সমস্ত তথ্য পাওয়ার পরে তার পরিবারকে এ বিষয়ে অবহিত করা হবে। পুলিশ তদন্ত করছে বিষয়টির।

সূত্র: দ্যা ইনকিলাব

-এটি/আরএম


সম্পর্কিত খবর