আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠাতে যারা বাধা দেবেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া হবে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানো প্রক্রিয়া অব্যাহত আছে। এবিষয়ে কাজ চলছে। তবে তারা যেন ফিরে না যায় এ চেষ্টা যারা করতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য ভাসানচরে ব্যবস্থা করা হয়েছে। তবে তারা যদি যেতে না চায় তাহলে জোর করে পাঠানো হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
-এএ