আবদুুল্লাহ তামিম ♦
বিশ্বের সবচেয়ে বড় উট দৌড় প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে সৌদি আরবের তায়েফে। সৌদি সরকার এ প্রতিযোগিতাকে অনেক গুুরুত্বের সঙ্গে দেখছে। কারণ সৌদির বিভিন্ন শহরকে শীর্ষ পর্যটন কেন্দ্র হিসাবে পরিণত করতে সহায়তা করছে এ প্রতিযোগিতাগুলো।
আজ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উদ্বোধন করেন এ প্রতিযোগিতা। বিখ্যাত এ ক্যামেল ফেস্টিভ্যাল দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটন বিকাশের জন্য সহায়তা করছে বলে জানায সৌদি সরকার।
সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় ও আরব দেশগুলি থেকে প্রায় ১২ হাজার উট প্রায় ৪২ কোটি টাকার পুরষ্কারের জন্য ৪৩৯ বিভাগে প্রতিযোগিতা করছে।
তায়েফ প্রদেশের উটের বাজারগুলিতে সাম্প্রতিক মাসগুলিতে পশুর দাম বৃদ্ধি পেয়েছে এ প্রতিযোগিতার কারণে। অনেক উট মালিক তাদের স্টক প্রচার করতে এবং উটের পণ্য ক্রয় বা বিক্রয় করতে এলাকায় ব্যবসার আসড় খুলে বসছে। এ
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সমর্থিত এই উৎসবটির লক্ষ্য উটের সাংস্কৃতিক গুরুত্ব উদযাপন করা। আর এ প্রতিযোগিতা সৌদির অর্থনৈতিক অবস্থারও উন্নয়নে সহায়তা করে।
সৌদি ক্যামেল রেসিং ফেডারেশন (এসসিআরএফ) জেনারেল স্পোর্টস অথরিটি (জিএসএ) এর প্রতিনিধিরা তায়েফকে এ প্রতিযোগিতার জন্য নির্ধারণ করেছে কারণ তায়েফ আরব বিশ্বের অন্যতম প্রাচীন উটের উৎস ছিল।
তবে অঞ্চলটি অনন্য প্রাকৃতিক সাইট, মাঝারি আবহাওয়া, অ্যাডভেঞ্চার স্পোর্টস, সংস্কৃতি ঐতিহ্য থাকায় এটিকেই বাছাই করা হয়েছে। এ প্রতিযোগিতা কেন্দ্র করে সৌদিসহ বিভিন্ন দেশ থেকে মানুষ ছুটে আসে। ব্যবসায়িকরা তাদের ব্যবসার মাল নিয়ে আসে। স্থানীয়রাও বিভিন্ন জিনিস বিক্রি করতে ছোট ছোট দোকান সাজিয়ে বসে।
-এটি