আতিক ফারুক
দুপুর...
আধ মুঠো আঁধারে যদি পাওয়া যেত কোনোদিন! জড়িয়ে ধরে তোমার ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা করে দেখতাম— তুমি তো আঁধার নও, ঝাঁ ঝাঁ রোদের ভেতর তোমার স্থবিরতা। যখন রাতের আঁধার কালবোশেখী ঝড়ে তোমাকে তার করে নিতে চাইবে, তখন আমিও খানিক সুযোগে তোমার ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা করব।
আহা দুপুর, মুঠোভরতি রোদেলা তুমি। মুঠো মুঠো উদাসীনতার বার্তাবাহক। এক আকাশ বেদনার নীল রং।
প্রিয় দুপুর, আমি তুমি হতে চাই— হতে চাই তোমার মতো নির্বীর্য, শক্তিহীন— কিন্তু, অনুভূতিপ্রবণ।
হে দুপুর, আমায় একটু আলস্যতা দাও, আরো। ঘুমিয়ে ঘুমিয়ে আমার পিঠ কড়ইয়ের বাকল হয়ে গেছে। এবার কাঠ বানাতে চাই। আরেকটু আলস্যতা, আরেকটু রোদ।
লেখক: সম্পাদক, লিটলম্যাগ বেয়ারিং।
আরএম/