মাহমুদুল হাসান
"তুমি এসেছিলে বলে আগুনের দিন
ফাগুনের রঙে হলো পৃথিবী রঙিন
মানুষে মানুষে হলো প্রিতির মিলন
দুনিয়া পেয়েছে নবী তোমার মতন
তুমি ছাড়া আলোকের হত না ভুবন
নাতে রাসুল সাল্লাল্লাহ
মুহাম্মাদরা সুলুল্লাহ"
নবী প্রেমের এই কথাগুলো জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব-এর শিল্পী মাহফুজ আলমের গাওয়া নতুন নাশীদ 'নাতে রাসুল সাল্লাল্লাহ'র।
গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১০ টায় কলরবের ইউটিউব চ্যানেল হলি টিউনে প্রকাশ পায় নাশিদটি ।
ইতোমধ্যে ৪৫ হাজার দর্শক-শ্রোতা দেখেছেন এ নাশিদটি। নবী প্রেমের কথামালায় লিখিত চমৎকার এ নাশিদের ভিডিও ধারণ করা হয়েছে পূণ্যভুমি মক্কা ও মাদিনায়।
'নাতে রাসুল সাল্লাল্লাহ’র কথা এবং সুর করেছেন গীতিকার আহমাদ আব্দুল্লাহ।
চমৎকার ভিডিও সম্বলিত এই নাশীদে শিল্পীর কণ্ঠে সুনিপুভাবে ফুটে এসেছে সারকারে দু'আলম মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহিস সালাম এর আগমনের সময়ের অবস্থার চিত্রগুলো।
দরদমাখা সুরে সুরে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের আগমনে অন্ধকার দুনিয়া আলোয়ে রুপান্তরিত হওয়ার অবস্থাগুলো তুলে ধরা হয়েছে। মানুষের মানুষে ভালোবাসার বন্ধন সুদৃঢ় হওয়া এবং দুঃসময় সুসময়ে পরিনত হওয়ার সেই সময়কার চিত্রগুলো চিত্রিত হয়েছে।
আরএম/