আওয়ার ইসলাম: যে ব্যক্তির সারাক্ষণ প্রস্রাব ঝরে, বা কিছুক্ষণ পরপরই পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়, বা শরীরের কোন অঙ্গ দিয়ে রক্ত বা পূঁজ বের হতে থাকে, এমন ব্যক্তি কিভাবে পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করবে।
এমন ব্যক্তিকে মাজূর বলে। সে নামাজের ওয়াক্ত আসার পর অজু করবে, তারপর সেই ওজু দিয়ে উক্ত নামাজের সময় থাকা অবস্থায় যত ইচ্ছে ফরজ ওয়াজিব ইত্যাদি নামায পড়তে পারবে।
নতুন করে অজু করতে হবে না। কিন্তু পরের নামাজের সময় হলে আবার নতুন করে ওজু করতে হবে। এভাবে সে দৈনিন্দিন নামাজগুলো আদায় করতে থাকবে।
সূত্র: হেদায়া ১/৪১। সুরা ইসরা-৭৮। ফাতোয়ায়ে শামী- ১/৫০৪।
-এটি