আওয়ার ইসলাম: বছর ঘুরে আমাদের সামনে আবারো চলে আসছে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
কুরবানির ক্ষেত্রে সাহেবে নিসাব ঐ ব্যক্তিকে বলা হয়, কুরবানির দিনসমূহে আবশ্যকীয় প্রয়োজন অতিরিক্ত যার কাছে সাড়ে বায়ান্ন তোলা রূপা বা এর সমমূল্য পরিমাণ সম্পদ থাকে, তার উপর কুরবানি করা আবশ্যক। আর উক্ত ব্যক্তিকে কুরবানির জন্য সাহেবে নিসাব বলবে।
যেমন এক ব্যক্তির কাছে কয়েক ভরি স্বর্ণ আছে, সেই সাথে কিছু টাকাও আছে, যার পুরোটার মূল্য সাড়ে বায়ান্ন তোলা রূপা সমপরিমাণ যা বর্তমান বাজারে প্রায় ৪০ হাজার টাকা।
এ সম্পদ যদি প্রয়োজন অতিরিক্ত হয়, তাহলে সে সাহেবে নিসাব, তার উপর কুরবানি করা আবশ্যক। (রদ্দুল মুহতার ৯/৪৫৩)
-এটি