জগতজুড়ে একটি ফুলের সুবাস ভাসে নাকে।
সে ফুল ঘিরে লক্ষ ভ্রমর ঘুরছে ঝাকে ঝাকে!
লাল, গোলাপি, নীল, বেগুনী, নেই কোন রঙ তাতে।
যায় না ঝরে, বিরাজ করে তামাম দিবস-রাতে।
কস্তুরি তার স্বর্গ-পাথর, চুমোয় হাজার পাখি।
স্বর্ণ-কালো মখমলে ফুল নিজকে রাখে ঢাকি।
ফুল ঘিরে শ্বেত-শুভ্র -সফেদ ঘূর্ণি স্রোতের ধারা।
দুধ-গালিচায় তুলোর মিছিল, দিলগুলো দিলহারা।
বাইরে বাজে প্রাণের আওয়াজ, উচ্চ শিখর হতে
সেই সুরে ঢল আছড়ে পড়ে ফুল-বাগানের পথে।
যেদিক তাকাই , নাই কোথা নাই সেই সে ফুলের তুল।
গোলাপ টগর জুঁই জবা নয়, আমার 'কাবা ফুল'।
কবিতা : 'কাবা ফুল'
৫/৮/১৯