আওয়ার ইসলাম: সংস্কারের অংশ হিসেবে এবার অভিভাবকত্ব আইনে বড় ধরণের পরিবর্তন আনল সৌদি সরকার। এখন থেকে দেশটির মেয়েরা এখন থেকে কোনো পুরুষ অভিভাবক ছাড়াই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন।
শুক্রবার (২ আগস্ট) দেশটির রাজপরিবারের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, শুক্রবার ঘোষণা করা এই নিয়মে ২১ বছর কিংবা তার বেশি বয়সী নারীদের পাসপোর্ট আবেদনের জন্য কোনো পুরুষ অভিভাবকের অনুমতি লাগবে না। শুধু তাই নয়, প্রাপ্তবয়স্ক সব নারীই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। সাধারণ পুরুষের মতো বেড়াতে যেতে পারবেন।
এই নিয়মের সঙ্গে নারীদের জন্য সন্তানের জন্মনিবন্ধনের অধিকার চালু হয়েছে। এখন থেকে বিয়ের পাশাপাশি বিচ্ছেদের বিষয়টি তারা নিবন্ধন করতে পারবেন।
কর্মক্ষেত্রে নারীদের এগিয়ে নেওয়ার জন্য সমতার কথা বলা হয়েছে। নতুন নিয়মে নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষ সমানভাবে কাজের সুযোগ পাবেন।
সৌদিতে নারীরা এতদিন পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া পাসপোর্ট পেতেন না। একা একা ঘুরতেও পারতেন না।
আরএম/