আওয়ার ইসলাম
ডেস্ক
প্রশ্ন: সিজদার স্থান দেখতে অসুবিধা হবে না, এমতাবস্থায় লাইট বন্ধ করে ফজরের জামাত আদায় করা করা দোষণীয় কি?
উত্তর: অন্ধকারের মধ্যে নামাজ পড়া সহিহ আছে। সিজদার জায়গার দিকে নজর রাখা সুন্নাত। কিন্তু তার জন্য ঐ জায়গা দেখতে পাওয়া বা দেখতে থাকা জরুরি নয়।
তবে জামাতে নামাজ পড়ার সময় কাতার সােজা করার জন্য রাত্রে আলাের প্রয়ােজন। কাতার সােজা করার পর আর আলাের প্রয়ােজন নেই। সুতরাং কাতার সােজা করতে যদি কোন প্রকার অসুবিধা না হয়, তাহলে লাইট বন্ধ করে ফজরের জামাত আদায় করতে কোন অসুবিধা নেই। [প্রমাণঃ শামী ১:৪৭৭পৃঃ]
ফতোয়া প্রদানে- ইফতা বিভাগ, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মাদপুর-ঢাকা
আরএম/