আওয়ার ইসলাম: এসির আকার অনেক বড় এবং এটা ব্যবহার করার জন্য বিদ্যুতের দরকার পরে। আর এই বড় আকারের এসি সব জায়গায় ব্যবহার করা যায় না।
তাই মানুষের জীবন-যাপনকে আরো আরামদায়কত করতে চীন বাজারে নিয়ে আসছে স্মার্ট ফোনের চেয়েও ছোট আকারের এসি। শুনতে অবাক হলেও এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
যা এখন বেশ আলোচনায় রয়েছে চীনে। এটি বিশেষ একটি শার্টের নিচে ব্যবহার করতে হবে। যা তৈরি করতে যাচ্ছে সনি কোম্পানি।
এ এসি নিয়ন্ত্রণ করা যাবে স্মার্ট ফোনের মাধ্যমে। আর যদি তাপমাত্রার কমবেশি হলে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। এছাড়াও এটির একটি বড় সুবিধা হবে মাত্র দুই ঘণ্টা চার্জ দিয়ে এক ঘণ্টা ৩০ মিনিট ব্যবহার করা যাবে।
খরচও পড়বে খুবই কম। মাত্র ১৩০ মার্কিন ডলারে কেনা যাবে। তবে, এটি প্রথম শুধু জাপানেই ছাড়া হবে। এই পণ্যটি সবার মাঝে ছেড়ে দেওয়া হবে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
-এটি