আওয়ার ইসলাম: হরমুজ প্রণালিতে ইরানের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনী ইরানি ড্রোনটি ভূপাতিত করে বলে তিনি দাবি করেন। খবর বিবিসির।
খবরে বলা হয়, ইরানি ড্রোনটি মার্কিন বিমান বাহিনীর অ্যাসল্ট শিপ ইউএসএস বক্সারের কাছাকাছি চলে আসায় নিরাপত্তাজনিত হুমকি স্বরূপ সেটিকে ধ্বংস করা হয়।
ট্রাম্প জানান, ড্রোনটি অ্যাসল্ট শিপের ৯১৪ মিটার কাছাকাছি চলে এসেছিল।
তবে এ বিষয়ে ইরানের কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। জুনে একই এলাকায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল ইরানি বিপ্লবী গার্ড বাহিনী।
রবিবার ইরান জানায়, পারস্য উপসাগরে তেল চোরাচালানির দায়ে ১২ জন ক্রু-সহ তারা একটি বিদেশি ট্যাংকার আটক করেছে।
আন্তর্জাতিক জাহাজ চলাচলের প্রধানতম এই রুটে গত মে মাস থেকে উত্তেজনা সৃষ্টি হয়। সে সময় ইরানের বিরুদ্ধে দুইটি বিদেশি ট্যাংকারে হামলার অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। যদিও ইরান সেই অভিযোগ অস্বীকার করে।
এর পর জিব্রাল্টার প্রণালিতে যুক্তরাজ্য ইরানের ট্যাংকার আটক করলে এই অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
আরএম/