সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


একটি কুরবানি দ্বারা একত্রে মান্নত ও কুরবানি আদায় হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন: এক বিত্তবান ব্যক্তি কুরবানির এক মাস পূর্বে একটি কুরবানি মান্নত করে। কুরবানির দিন সে শুধু একটি কুরবানি করে। জানার বিষয় হল, উক্ত কুরবানীর দ্বারা তার মান্নত আদায় হয়েছে কি না?

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তির উপর দুটি কুরবানি করা জরুরি ছিল। ১. সাধারণ ওয়াজিব কুরবানি ও ২. মান্নতের ওয়াজিব কুরবানি। যেহেতু সে একটি কুরবানি করেছে তাই এখন কুরবানির উপযুক্ত একটি পশুর মূল্য সদকা করে দিতে হবে। আর সময়মতো কুরবানি না করার কারণে ইস্তিগফার করতে হবে।

তথ্যসূত্র: বাদায়েউস সানায়ে ৪/১৯৪-১৯৫; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯১; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/১৬৮; মাবসূত সারাখসী ১২/৯

ফতোয়া প্রদানে - মারকাযুদ দাওয়া আল ইসলামিয়া, ঢাকা। 

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ