সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


সম্প্রতির নিদর্শন হিসেবে মাদরাসা চত্বরেই মন্দির বানানোর ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তরপ্রদেশের আলিগড় মাদরাসা চত্বরে মন্দির নির্মাণ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির স্ত্রী সালমা আনসারি।

মন্দিরের পাশাপাশি মাদরাসায় মসজিদ নির্মাণের কথাও বলেন তিনি। এর মাধ্যমে তিনি মুসলিম ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন।

সালমা আনসারি বলেন, আমি মাদরাসার ছাত্রদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। এজন্য মাদরাসার ভেতরে মসজিদ ও মন্দির দুটোই নির্মাণ করতে চাই। এর ফলে মাদরাসা ছাত্রদের নামাজ পড়তে বাইরে যেতে হবে না।

প্রসঙ্গত, আলিগড় মাদরাসায় হিন্দু ও মুসলমানসহ হাজার হাজার ছাত্র পড়াশোনা করে। সম্প্রতি সারা ভারতে মুসলমানদের ওপর যেভাবে হামলা হচ্ছে তাতে উদ্বিগ্ন হয়েই এ ঘোষণা দেন সালমা আনসারি।

তিনি বলেন, একই চত্বরে মসজিদ ও মন্দির তৈরি হলে তা গোটা দেশে অন্যরকম নজির হয়ে থাকবে। এতে সবার সুবিধে হবে।

এদিকে সালমা আনসারির মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন অর্জুন ভোলা নামে এক বিজেপি নেতা। তিনি বলেন, এটা হচ্ছে তোষণের রাজনীতি।

ওরা মসজিদের পাশাপাশি একটি মন্দির তৈরি করার ঘোষণা দিয়েছে। কিন্তু ওরা প্রথমে মসজিদ বানাবে, মন্দির বানাবে না। এসব মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে হিন্দুদের।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ