মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬


ভারতে ভবন ধ্বসে ৬ সেনাসহ নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অতি বৃষ্টির কারণে ভারতের হিমাচল প্রদেশে একটি বহুতল রেস্টুরেন্ট ধ্বসে ভারতীয় সেনাবাহিনীর ছয় সদস্যসহ সাতজন নিহত হয়েছে। এখন পর্যন্ত ১৭ জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রোববারের হিমাাচল প্রদেশের সোলানে এ ঘটনাা ঘটে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ-র দুটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযানে সহায়তা করতে এনডিআরএফ-র আরেকটি টিম পাঠানো হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তাদের ১২ জন বেসামরিক নাগরিক ও ৫ জন সেনাসদস্য রয়েছে। সারারাত ধরে উদ্ধার অভিযান চালিয়েছে এনডিআরএফ-র সদস্যরা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অতি বৃষ্টিপাতের কারণে রেস্টুরেন্ট হিসেবে ব্যবহৃত হওয়া ওই ভবনটি ধসে পড়ে। রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোডে অবহেলার অভিযোগ মামলা দায়ের করা হয়েছে।

এক জেলা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সেনাসদস্যরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে উত্তরাখণ্ড যাচ্ছিলেন। তারা দুপুরের খাবার খাওয়ার জন্য ওই রেস্টুরেন্টে অবস্থান করছিলেন।

ভয়াবহ ওই দুর্ঘটনার পর হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এক টুইট বার্তায় লিখেন, ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ