আওয়ার ইসলাম: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ঝড় ও ভারী বৃষ্টির বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ২২ জন নিহত হয়েছে এবং আরও অনেক আহত ও নিখোঁজ রয়েছে।
আজ সোমবার (১৫ জুলাই) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র সায়েদ উর রহমান বলেন, ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় কাশ্মীরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫০ টি বাড়িঘর এবং দুটি মসজিদ। এছাড়াও তলিয়ে গেছে নেলোম ভ্যালি নামের একটি রিসোর্ট।
তিনি আরও বলেন, বন্যায় নিহত ২২ জনের মধ্যে দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৯ জন স্থানীয় বাসিন্দা। নিহত বাকি ১১ জন ধর্ম প্রচারের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করছিল।
আকষ্মিক বন্যার ফলে গৃহবন্দি হয়ে পড়েছে অনেকে। দুর্যোগের কবলে পড়া মানুষদের উদ্ধারে কাজ শুরু করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। আহতদের স্থানীয় হাসপাতআলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
-এটি