আওয়ার ইসলাম: ২০২০ সালের ২০, ২১ ও ২২ নভেম্বর জমিয়তে উলামায়ে হিন্দের ‘সদসালা ’ বা শতবর্ষী সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আনুষ্ঠানিক ঘোষণা করল সংগঠনটির নেতাকর্মীরা। গত ১১ জুলাই জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা উসমান মানসুরপুরীর সভাপতিত্ত্বে এক জরুরি সভায় শতবর্ষী সম্মেলনের এ তারিখ ঘোষণা করা হয়। খবর বাসিরাত অনলাইন-এর।
এদিকে, শতবর্ষী সম্মেলনের আগে আরও কয়েকটি বর্মসূচী ঘোষণা করেছে ভারতের প্রাচীনতম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। সভায়, জমিয়তের জেলা ভিত্তিক কর্মীগণ নিজ নিজ এলাকায় জমিয়তের আকাবিরদের কর্ম ও অবদান শীর্ষক সেমিনার ও তাদের জীবনের ওপর ডকুমেন্টারি ফিল্মও তৈরি করার প্রস্তাব গৃহিত হয়।
আগামী ২৭ ও ২৮ ই জুলাই দিল্লীতে সাবেক জমিয়তে উলামায়ে হিন্দের সদর আহমদ সাঈদ দেহলবী রহ., সাবেক নাযেম মাওলানা হিফযুর রহমান সিওহারয়ী রহ. এর কর্ম ও অবদানের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।
এছাড়াও আগামী ২১ ও ২২ সেপ্টেম্বরে মাওলানা আব্দুল বারী ফিরিঙ্গী রহ., মুফতী কেফায়াতুল্লাহ রহ., আল্লামা সায়্যিদ ফখরুদ্দীন মুরাদাবাদি রহ. এর কর্ম ও অবদানের উপরও সেমিনার অনুষ্ঠিত হবে।
সদসালার সফলতার জন্য একটি অর্থ তহবিল কমিটিরও প্রস্তাব পেশ করা হয়।
ভারতে চলমান উদ্ভুত পরিস্থিতি সামনে নিয়ে জমিয়তে উলামায়ে হিন্দ সবার মাঝে শান্তি, ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার লক্ষে সুশীল সমাজ নিয়ে আগামী ৪ আগস্ট দিল্লীতে একটি সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করে। তবে ৩ আগস্ট দিল্লীতেই মজলিসে আমেলার বৈঠক মজলিস অনুষ্ঠিত হবে।
সূত্র: বাসিরাত অনলাইন
আরএম/