সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ঘোষিত হলো জমিয়তের শতবর্ষী সম্মেলনের তারিখ ও কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২০ সালের ২০, ২১ ও ২২ নভেম্বর জমিয়তে উলামায়ে হিন্দের ‘সদসালা ’ বা শতবর্ষী সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আনুষ্ঠানিক ঘোষণা করল সংগঠনটির নেতাকর্মীরা। গত ১১ জুলাই জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা উসমান মানসুরপুরীর সভাপতিত্ত্বে এক জরুরি সভায় শতবর্ষী সম্মেলনের এ তারিখ ঘোষণা করা হয়। খবর বাসিরাত অনলাইন-এর।

এদিকে, শতবর্ষী সম্মেলনের আগে আরও কয়েকটি বর্মসূচী ঘোষণা করেছে ভারতের প্রাচীনতম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ।  সভায়, জমিয়তের জেলা ভিত্তিক কর্মীগণ নিজ নিজ এলাকায় জমিয়তের আকাবিরদের কর্ম ও অবদান শীর্ষক সেমিনার ও তাদের জীবনের ওপর ডকুমেন্টারি ফিল্মও তৈরি করার প্রস্তাব গৃহিত হয়।

আগামী ২৭ ও ২৮ ই জুলাই দিল্লীতে সাবেক জমিয়তে উলামায়ে হিন্দের সদর আহমদ সাঈদ দেহলবী রহ., সাবেক নাযেম মাওলানা হিফযুর রহমান সিওহারয়ী রহ. এর কর্ম ও অবদানের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।

এছাড়াও আগামী ২১ ও ২২ সেপ্টেম্বরে মাওলানা আব্দুল বারী ফিরিঙ্গী রহ., মুফতী কেফায়াতুল্লাহ রহ., আল্লামা সায়্যিদ ফখরুদ্দীন মুরাদাবাদি রহ. এর কর্ম ও অবদানের উপরও সেমিনার অনুষ্ঠিত হবে।
সদসালার সফলতার জন্য একটি অর্থ তহবিল কমিটিরও প্রস্তাব পেশ করা হয়।

ভারতে চলমান উদ্ভুত পরিস্থিতি সামনে নিয়ে জমিয়তে উলামায়ে হিন্দ সবার মাঝে শান্তি, ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার লক্ষে সুশীল সমাজ নিয়ে আগামী ৪ আগস্ট দিল্লীতে একটি সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করে। তবে ৩ আগস্ট দিল্লীতেই মজলিসে আমেলার বৈঠক মজলিস অনুষ্ঠিত হবে।

সূত্র: বাসিরাত অনলাইন

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ