শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

মনোনীত ৫৫ আলেমের জন্য ধর্ম মন্ত্রণালয়ের ৭ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: বাংলাদেশি হজযাত্রীদের হজ পালন বিষয়ে ধর্মীয় ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের নিয়ে ৫৫ সদস্য বিশিষ্ট ‘ওলামা মাশায়েখ টিম’ গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়।

এ তালিকায় বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়ার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন বড় মাদরাসার প্রিন্সিপাল, মসজিদের খতিবরা অন্তর্ভুক্ত হয়েছেন।

রাষ্ট্রীয় খরচে হজযাত্রীদের প্যাকেজের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান সাপেক্ষে এই প্রথমবারের মতো দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের নিয়ে এ উদ্যোগ গ্রহণ করেছে ধর্ম মন্ত্রণালয়।

এ বিষয়ে গতকাল ৯ জুলাই (মঙ্গলবার) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিব্বির আহমদ উছমানি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ সক্রান্ত আদেশ জারি হয় এবং অবিলম্বে তা কার্যকর করার নিদের্শ প্রদান করা হয়।

আগামী ৪ ও ৫ আগস্ট ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে ওলামা মাশায়েখদের দলটি সৌদি আরবে যাবেন। ২৩ আগস্ট তারা দেশে ফিরে আসবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।

মনোনীত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের জন্য সাতটি নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়- 

১. মনােনীত ওলামা মাশায়েখগণ বিমানের ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে সম্ভাব্য ০৪/০৮/২০১৯ ও ০৫/০৮/২০১৯ খ্রিঃ তারিখ (২/১ দিন আগে বা পরেও হতে পারে) সৌদি আরব গমন করবেন এবং বিমানের ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে আগামী ২৩.০৮.২০১৯ খ্রিঃ তারিখ বা নিকটবর্তী তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

২. মনােনীত ওলামা মাশায়েখগণের ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পাসপাের্টের মেয়াদ থাকতে হবে এবং আগামী ১৫.০৭.২০১৯ খ্রি. তারিখের মধ্যে ই-হজ সিস্টেমে ভিসা লজমেন্টের জন্য পাসপাের্ট, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, এক কপি পাসপাের্ট সাইজের ছবি ও অন্যান্য প্রয়ােজনীয় সংযুক্তিসহ পূর্ণাঙ্গভাবে পূরণ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে জমা দিতে হবে।পাসপাের্টে বর্ণিত নামের বানান অনুসারে তাদের ভিসা লজমেন্ট করা হবে।

৩. ইহা রাষ্ট্রীয় খরচে হজ সফর হিসেবে গণ্য হবে। ২০১৯ সালের ঘােষিত প্যাকেজ অনুযায়ী রাষ্ট্রীয় খরচে হজ পালনের সেবাসমূহ প্রাপ্য হবেন। তাঁরা দৈনিক ভাতা বা অন্যান্য আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন না। তাঁরা নিজ অর্থায়নে হলেও স্ত্রী/স্বামী/সন্তানসহ গমন করতে পারবেন না।

৪. মনােনীত ওলামা মাশায়েখগণের ভ্রমণ ব্যয় চলতি অর্থ বছরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশের বাহিরে হজ বাবদ ব্যয়” (কোড নং১৩৫০১০১-১২০০০১৭০১-৩২১১১২৯, ৩২১১১৩০, ৩২৪৪১০১) খাতে বরাদ্দকৃত অর্থ হতে বহন করা হবে।

৫. মনােনীত ওলামা মাশায়েখগণের মক্কা, মদিনায় ভ্রমণসূচী কাউন্সেলর (হজ), মক্কা কর্তৃক নির্ধারণ করা হবে।

৬. মনােনীত আলেম ওলামাগণ কুরবানি খরচ বাবদ আনুমানিক সৌরি, ৪৯০ (চারশত নব্বই) এর সমপরিমান বাংলাদেশী অর্থ নিজ দায়িত্বে বহন করবেন।

৭. যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে এ আদেশ জারি করা হ’ল। ইহা অবিলম্বে কার্যকর হবে।

মনােনীত ওলামায়ে কেরামদের মধ্যে যারা আছেন- 

আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যা’র কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, পটিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিম বোখারী, গওহরডাঙ্গা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীন ও তার ছেলে মাওলানা ওসামা আমিন, ঢাকার গেন্ডারিয়ার মাদদরাসা বায়তুল উলুমের প্রিন্সিপাল মাওলানা জাফর আহমাদ, কিশোরগঞ্জের চকমপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা ইয়াকুব আলী খন্দকার, চট্টগ্রামের জিরি মাদরাসার মাওলানা শাহ মো. তৈয়্যব, চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আনাস মাদানী, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, চরমোনাই কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুসাদ্দিক বিল্লাহ মাদানী, পিরোজপুরের শার্ষিনা দারুস সুন্নাত আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ শরাফত আলী, আকবর কমপ্লেক্সের প্রধান মুফতি মাওলানা দিলাওয়ার হুসাইন, শায়াখ জাকারিয়া ইসলামিক রিসার্স সেন্টার কুড়িলের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, বনশ্রীর দারুল উলুম রামপুরা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া, আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী, জামিয়া কুরআনিয়া লালবাগ মাদরাসার মুফতি মুহাম্মদ ইয়াহইয়া, জামিয়াতুস সুন্নাহ শিবচরের মুহতামিম মাওলানা নিয়ামত উল্লাহ ফরিদী, মাওলানা শামছুল হুদা খান,  বড় কাটারা মাদরাসার প্রিন্সিপাল মুফতি সাইফুল ইসলাম, সিলেটের গওহরপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোসলেউদ্দীন রাজু, ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা ওসমান গনি, পটিয়া মাদরাসার শিক্ষক মাওলানা রেজাউল করীম, মাওলানা আবুল কাশেম ফজলুল হক প্রমুখ।

পূর্ণাঙ্গ তালিকা ও নির্দেশনা পেতে ক্লিক করুন  

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ